চট্টগ্রাম র সীতাকুণ্ড সোনাইছড়ি ইউনিয়ন এর ফুলতলা এলাকায় দিদারুল আলম চৌধুরী বাড়ির মাঠ প্রাঙ্গনে বায়তুল নূর জামে মসজিদ সংলগ্ন, ফুলতলা নবজাগরণ সামাজিক সংগঠন এর উদ্যোগে ,ফুলতলা প্রিমিয়ারলীগ নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ৬ষ্ট বারের মতো সফলতার পর ৭ম আয়োজন করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব কোরবান আলী এর সঞ্চালনায় এবং ইন্জিনিয়ার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অত্র ক্রিকেট টুর্নামেন্ট টিমের চমৎকার স্লোগান ” ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল”
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব পেশকার আজম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জনাব কোরবান আলী, সদস্য সচিব জনাব আরমান,সাঈদ, রকিব,বাবলু,রিয়াজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলার ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব ইফতেখার আহমেদ জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক দিদারুল আলম চৌধুরী, ৫ নং ওয়ার্ডের ইপি সদস্য মঞ্জরুল ইসলাম মঞ্জু, সাংবাদিক মালেক, হারুনর রশীদ টিটু, জিয়াউর রহমান,আব্দুল রহিম সহ প্রমুখ।
এতে উপস্থিত বক্তব্য রাখলেন সীতাকুণ্ড উপজেলার ক্রীড়া সংস্থা র এডহক কমিটির সদস্য জনাব ইফতেখার আহমেদ জুয়েল, শুভেচ্ছা বক্তব্য রাখেন,বিশিষ্ট ব্যবসায়ী জানাব, হারুনর রশীদ টিটু, প্লেয়ারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, এফ সি সুপার স্টারের ক্যাপ্টেন মিজান চৌধুরী।
এফ সি সুপার স্টার দলের খেলোয়ার ছিল মিজান,রুবেল,পারভেছ,রিদয়,রাসেল,জাহিদ, সোহেল,মোবারক সহ প্রমুখ। খেলাটি গঠিত হয়েছে “এফ সি সুপার স্টার বনাম কুমিরা স্পোর্টিং ক্লাব”।