শীতার্ত মানুষের কাছে কিছুটা হলেও উষ্ণতা ছড়িয়ে দিতে সারা দেশের আইএফআইসি ব্যাংকের বিভুতা শাখা উপশাখার কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আইএফআইসি ব্যাংক সন্দ্বীপ শাখার উদ্যোগে গত ১৩ জানুয়ারি-২০২৫, সোমবার ১০০ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতের কম্বল বিতরন করা হয়।
আইএফআইসি ব্যাংক সন্দ্বীপ শাখার ম্যানেজার কাজী মোহাম্মদ কায়সার হামিদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার অপারেশন ম্যানেজার মোহাম্মদ আল আমিন, ক্রেডিট অফিসার মোহাম্মদ আমিনুর রসুল, ট্রানজেকশন সার্ভিস অফিসার মো. মেহেদি হাসান রিজভী, মো. আব্দুল মান্নান, মিথুন চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য আইএফআইসি ব্যাংক সন্দ্বীপ শিবের হাট উপ- শাখার উদ্যোগেও শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।