ঢাকা, মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র, ১৪৩১, ৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী
সন্দ্বীপে নবীন আলেমদের সংবর্ধনা:ইসলামী যুব আন্দোলন
এনসিপির উদ্যোগে ‘কেমন সন্দ্বীপ চাই’ শীর্ষক মতবিনিময় সভা
বিএনপি চেয়ারপারসন’র উপদেষ্টা আসলাম চৌধুরীর চন্দ্রনাথ মন্দির পরিদর্শন
বিএনপির গ্রুপ সংঘর্ষে: আহত যুবদল নেতা জিহাদের মৃত্যু
লোহাগাড়ায় দুর্ঘটনায় আহতদের পরিদর্শনে:উপদেষ্টা ফারুক ই আজম-মেয়র শাহাদাত
সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট’স ফোরাম’র ঈদ পুনর্মিলন

৩৩ বছর পর উন্মুক্ত প্রেসক্লাব রংপুর

রংপুরে ৩৩ বছরের অনিয়ম-দূর্ণীতি ও কুক্ষিগত করে রাখা প্রেসক্লাব রংপুরে তত্বাবধায়ক কমিটি গঠিত। প্রেসক্লাব,রংপুর প্রতিষ্ঠা লক্ষকে পাস কাটিয়ে এবং নিবন্ধন আইনসহ অনুমোদিত গঠনতন্ত্র আড়াল ও কাটাছেঁড়ার মধ্যদিয়ে প্রায় ৩ যুগ অনিয়ম দুর্নীতি করে অবৈধ ভাবে পরিচালিত হয়ে আসছিল সংগঠনটি। সেই সাথে জেলার সম্পাদক প্রকাশকসহ  প্রায় ৩শ জন কর্মরত সাংবাদিককে বঞ্চিত করে মাত্র ৩০/৩৫ জন সাংবাদিক, অসাংবাদিক, শিক্ষকসহ ফ্যাসিস্ট এবং দোসরে ভরে ছিলো প্রেসক্লাব। সরকারি বেসরকারি সকল সুযোগ সুবিধা অবৈধ প্রভাব খাটিয়ে লুটেপুটে নেয় সিন্ডিকেটটি। প্রেসক্লাব কমপ্লেক্স এর শত শত দোকান অবৈধ ভাবে বিক্রি করে আত্মসাৎ করে একেকজন বনেন কোটিপতি।

ক্ষমতা কুক্ষিগত করায় প্রকৃত পেশাদার সাংবাদিকরা দীর্ঘ দিন বঞ্চিত থাকে। অধিকার বঞ্চিতদের পক্ষে সাংবাদিক জাকির হুসাইন কথা বলতে শুরু  করলে এবং অনিয়ম দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রতিবাদ ও প্রতিকার চেয়ে আসলে তাকে হামলা করে গুরতর আহত করে কোনঠাসার অপচেষ্টা করে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। পরবর্তীতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ফুসে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিপ্লবী আন্দোলন।

সে সময়ে প্রেসক্লাব,রংপুরকে জেলায় কর্মরত সকল সম্পাদক প্রকাশক ও সাংবাদিকদের জন্য বৈষম্যমুক্ত করে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন নামে এসএম জাকির হুসাইন, এনামুল হক স্বাধীন,শরীফা বেগম শিউলী, রবিন চৌধুরী রাসেল, আশরাফ খান কিরণ মেহেবুব পারভেজ সুমন, সাকিব উদ্দিন, সুমন ইসলাম, মেহেদী হাসান মুন,আসাদুজ্জামান রিপন,মশিউর রহমান ইসাদ,মিজানুর রহমানসহ প্রায় দেড় শতাধিক সাংবাদিক রংপুর জেলা, বিভাগের সকল সরকারি দপ্তরে বৈঠক করেন।

বৈষম্য বিরোধী ছাত্র জনতার নেতাকর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে। সভা, সমাবেশ, মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করে আসে। চলে চিঠি চালাচালি। এতে অবৈধ কমিটি ও তাদের দালালদের মাথা আরও খারাপ হয়। তথ্যউপদেষ্টার মতবিনিময় বানচাল করতে উপদেষ্টার সামনে আবারও হামলা করে সাংবাদিক জাকিরকে আহত করে। এরপর বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন এর নেতাকর্মীরা আন্দোলনকে আরও জোরদার করে বিচার দাবি করে। এতে সমাজসেবা অধিদপ্তর বিষয়টি আন্তরিকভাবে আমলে নিলে প্রেসক্লাব,রংপুরের সার্বিক বিষয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেন। তদন্তে বাস্তবিকভাবে সরেজমিনে আর্থিক ও প্রশাসনিক অনিয়ম ধরা পড়ে।

সে মোতাবেক রেজিষ্ট্রেশন ও নিয়ন্ত্রণ ১৯৬১ সালের ৯ (১)ধারা মোতাবেক গত ১৫ জানুয়ারি তদন্ত রিপোর্ট বলে নিবন্ধন কর্তৃপক্ষ প্রেসক্লাব,রংপুরের বর্তমান কমিটিকে বরখাস্ত করে সকল কার্যক্রম বন্ধ করে দেয়। ধারা ৯(২) মোতাবেক ৪সদস্য বিশিষ্ট  তত্বাবধায়ক নিয়োগ করে অনতিবিলম্বে বাস্তবায়নের পত্র রংপুর বিভাগীয় সমাজসেবার পরিচালককে  প্রধান করে রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে গত ১৫ জানুয়ারি ২০২৫ইং প্রেরণ করেন। বিপ্লবী সরকারের এ সিদ্ধান্তে ও খবরে বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর এর সকল সমন্বয়ক ও সদস্যরা কৃতজ্ঞতা জানিয়ে মিস্টি বিতরণ করে। অনতিবিলম্বে বাস্তবায়নের জোর তাগিদ দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved