নরসিংদীর শিবপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি -২০২৫ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নুর এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসাইন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক,মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহার,উপজেলা জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান কাউসার,প্রেস ক্লাবের সভাপতি এস,এম খোরশেদ আলম,সাধারণ সম্পাদক শেখ মানিক,সাবেক সাধারণ সম্পাদক এসএম আরিফুল হাসান, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম মোল্লা, পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন ও সচিব আলতাফ হোসেন প্রমুখ। সভায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ ও মৃত ব্যক্তির তালিকা থেকে বাদ দেয়া নিয়ে গুরুত্বারোপ করা হয়।