নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী দড়িপুরা প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর নতুন কমিটি-২০২৫-২৬ গঠন করা হয়েছে। সোমবার ( ২০জানুয়ারি ) সরাসরি ভোটের মাধ্যমে তিন সদস্য বিশিষ্ট কমিটির উপদেষ্টা পদে মোসাদ্দেক হোসেন,সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিজয় লাভ করেন। ২০২১ সালে দড়িপুরা গ্রামের প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত হয় এই প্রবাসী স্বেচ্ছাসেবী সংগঠন, আর্থ- সামাজিক ভাবে পিছিয়ে পড়া শারীরিক ও মানসিকভাবে অসমর্থ ব্যক্তিদের কল্যাণ, সমাজবিরোধী কার্যকলাপ হতে জনগণকে বিরত রাখা, দুস্থদের কল্যাণ, দরিদ্র রোগীদের কল্যাণ ও পুনর্বাসন করে আসছে এই সংগঠনটি।
নবনির্বাচিত সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম জানান,আগামী ১ বছর সংগঠনের সবার সাথে মিলেমিশে অত্র গ্রামের সকল সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াবো,সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো,সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।