সঠিক তথ্যে ভোটার হবো, নির্বাচনে ভোট দেব’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় নরসিংদীর শিবপুর উপজেলায়ও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহের এ কার্যক্রম চলমান চলবে।
সোমবার ২০ জানুয়ারি থেকে নরসিংদীর শিবপুর উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ কার্যক্রম শুরু হয়েছে। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন শিবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নূর।
তিনি জানান, যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা এর আগে এবং বিগত হালনাগাদে বাদ পড়েছেন তাদের তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এ সময় ভোটার তালিকা হতে বাদ দেওয়ার জন্য মৃত ভোটারদের তথ্যও সংগ্রহ করা হবে।
তিনি আরও জানান, ভোটার হতে অনলাইন জন্মসনদের কপি, জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি, পরিবারের যে কারও এনআইডির ফটোকপি, এসএসসি বা সমমান অথবা প্রযোজ্য ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশের সনদের কপি এবং বিদ্যুৎ, গ্যাস বা পানির বিল পরিশোধের কপি লাগবে।