চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ২৫ জানুয়ারি, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গনণা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি। ঘোষিত ফলাফলে বাংলাদেশ প্রতিদিনের সাবেক বিশেষ প্রতিনিধি ও বুর্যে প্রধান রিয়াজ হায়দার চৌধুরী সভাপতি এবং আজকের পত্রিকার বুর্যে প্রধান সবুর শুভ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সহ সম্পাদক স ম ইব্রাহিম, সহ সভাপতি পদে কালবেলার বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, অর্থ সম্পাদক পদে বাংলা নিউজের সিনিয়র ফটো জার্নালিস্ট সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলা নিউজের স্টাফ রিপোর্টার মিনহাজুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে ডেইলি টাইমসের ব্যুরো প্রধান আহসান হাবিবুল আলম নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য নির্বাচনে নির্বাহী পরিষদের ৯টি পদে প্রতিদ্বন্ধি ছিলেন ২১ জন। শনিবার, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ৪৪২ জন সদস্যের মধ্যে ৩৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।