বাংলাদেশের বেসরকারি জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভির অনলাইনে নবীনগর ও ব্রাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক কাউছার আলম। রবিবার বিকেলে এনটিভির ম্যানেজিং ডিরেক্টর মোঃ আশফাক উদ্দিন এই নিয়োগপত্র তার হাতে তুলে দেন। যেখানে কতৃপক্ষের নিয়মানুযায়ী সকল সুযোগ সুবিধা তুলে ধরা হয়। এনটিভি অনলাইনে নিয়োগের খবরে সোস্যাল মিডিয়াতে সাংবাদিক কাউছার আলমের সহকর্মী ও শুভাকাঙ্খীরা শুভেচ্ছা জানাতে দেখা গেছে।
উল্লেখ্য, সাংবাদিক কাউছার আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাঙ্গরা গ্রামের কৃতি সন্তান। তিনি রাস্ট্রবিজ্ঞান বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন। এছাড়াও তিনি বিগত দিনে প্রায় আট বছর যাবত বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক জবাবদিহি পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া টিভির নিজস্ব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে বেসরকারি জনপ্রিয় এনটিভি অনলাইনে যোগদানে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবার দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।