নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেনের নিরবিচ্ছিন্ন সেবা ও ভালো আচরণে সন্তুষ্ট জনগণ, এমনটা জানিয়েছেন সেবা নিতে আসা মানুষ।
পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদে সেবার মান বিঘ্ন হলেও এই পরিষদে থেমে নেই কোনো কার্যক্রম। রবিবার (২৬ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় সেবা নিতে আসা মানুষের ভিড়। এক অবস্থানে বসে সেবা দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন,প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন, কম্পিউটার অপারেটর আব্দুর রহিম ও বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মেম্বারগণ।
সংশ্লিষ্ট সূত্র মতে, ইউপি চেয়ারম্যানরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা বিতরণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকেন। তাছাড়া ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ, জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো ইউনিয়ন পরিষদ থেকে হয়ে থাকে,এগুলো যাচাই-বাছাই করে স্বাক্ষর বা অনুমোদন করে থাকেন ইউ’পি সচিব’রা। তাছাড়া গ্রামে নতুন রাস্তা নির্মাণ, পুরোনো রাস্তা সংস্কার ও রক্ষণাবেক্ষণ ইউনিয়ন পরিষদ থেকে হয়ে থাকে,আর এসব কাজ বাস্তবায়ন ও জবাবদিহিতার আওতায় আনতে সহায়তা করে সচিবগণ।
সেবার মান বিষয়ে জিজ্ঞেস করলে একাধিক ইউ’পি সদস্যরা জানান,আগে সচিবদের কারণে সেবার মান ক্ষুন্ন হতো,জনগণ ধারে ধারে ঘুরে হয়রানির শিকার হতো,কিন্তু গত এক বছর যাবত প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন যোগদান করার পর কোনো রকম হয়রানি ছাড়াই জনগণকে সর্বোচ্চ সেবা দিতে পারছি ।