চট্টগ্রাম হাটহাজারী উপজেলাধীন এলাকায় এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে হযরত বদর শাহ (রহ:) এর আস্তানা শরিফের ৪২ তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
আজ (২৭ শে জানুয়ারি) রোজ সোমবার ১ নং দক্ষিণ পাহাড়তলী, নন্দীরহাট, দক্ষিণ পাড়া, ফতেয়াবাদ ১ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়।
উক্ত বার্ষিক ওরশ শরীফে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী , সমাজসেবক ও দানবীর নাঈম উদ্দিন সওদাগর।
উক্ত ওরশ শরীফে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নুরু সওদাগর।
উক্ত বার্ষিক ওরশ শরীফে সেক্রেটারি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ইসহাক ইমন।
উক্ত ওরশ সভায় সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল মান্নান, মোহাম্মদ মাহবুব আলম, মোঃ নুর মিয়া, মোহাম্মদ আবুল হাশেম, মোঃ মঞ্জু মিয়া ও অন্যান্য সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে মোঃ নাঈম উদ্দিন সওদাগর বলেন, আমরা দীর্ঘ ৪২ বছর যাবত এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ উদ্যোগ হযরত বদর শাহ (রহ:) এর আস্তানা শরীফে ওরশ মোবারক করে আসছি। এখানে বড় পরিসরে আগত মেহমানদের জন্য খাবারের আয়োজন করা হয়।
আপনারা জেনে আনন্দিত হবেন, এখানে খাবার গ্রহণ করতে কোন টাকা-পয়সা বা টিকেটের প্রয়োজন হয় না। সকল আগত মেহমান খাবার গ্রহণ করতে পারে।
তিনি আরো বলেন, প্রতি বছরের ন্যায় আমরা এ বছরও ২টি মহিষ, ১টি গরু এবং ২টি ছাগল জবাই করেছি।
আপনারা জেনে আরো আনন্দিত হবেন, আজকে রাতে ৫ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছে এবং আগামীকাল সকালে ৭ হাজার মানুষের খাবারের আয়োজন করা হবে। ইনশাআল্লাহ
তিনি দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন,আমরা যেন আগামী বছরে হযরত বদর শাহ (রহ:) এর ওরশ মোবারক আরো বড় পরিসরে আয়োজন করতে পারি।
উক্ত বার্ষিক ওরশ শরিফে সেক্রেটারির বক্তব্যে মোহাম্মদ ইসহাক ইমন বলেন, আমরা দীর্ঘ ৪২ বছর যাবত এই ওরশ মোবারক পালন করে আসছি।
তিনি আরো বলেন, আমাদের বার্ষিক ওরশ মোবারক মূলত এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। আমি ধন্যবাদ জানায়, এলাকাবাসী এবং প্রবাসীদের যারা টাকা-পয়সা, মেধা এবং শ্রম দিয়ে সহযোগিতা করেছেন।