সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকায় অবস্থিত সাতকানিয়া আদর্শ মহিলা মাদ্রাসা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার জনাব মিল্টন বিশ্বাস। আজ মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় উক্ত মাদ্রাসা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীদের কাছ থেকে কোরআন তেলাওয়াত এবং গজল শোনেন। শিক্ষার্থীদের সুললিত কণ্ঠে তেলাওয়াত ও গজল শুনে তিনি মুগ্ধ হন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের সাথে সময় কাটান এবং তাদের সঙ্গে আনন্দঘন একটি মুহূর্ত উপভোগ করেন। শিক্ষার্থীদের উৎসাহিত করতে তিনি তাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসারের এই মানবিক উদ্যোগ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে। তিনি আশ্বাস দেন, জনস্বার্থে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে