নওগাঁর মান্দা উপজেলায় শারীরিক প্রতিবন্ধী রবিউল ইসলামকে (৩০) একটি চার্জার রিকশা প্রদান করা হয়েছে। এই উদ্যোগটি উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ প্রচেষ্টায় গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
রবিউল ইসলাম উপজেলার প্রসাদপুর ইউনিয়নের পার-এনায়েতপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে। দুই মাস আগে তিনি উপজেলা সমাজসেবা অফিসে এসে তার অসহায়ত্বের কথা জানান। তিনি আগে একটি ভ্যান চালিয়ে সংসার চালাতেন, তবে তার সন্তানের অসুস্থতার কারণে ভ্যানটি বিক্রি করে সন্তানের চিকিৎসার জন্য ব্যবহৃত অর্থ ব্যয় করেন। এরপর, মানুষের সহায়তায় দিন কাটালেও তাকে একটি স্থায়ী আয়ের সুযোগ দিতে উপজেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করে এবং তাকে চার্জার রিকশাটি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, নওফেল আলী মণ্ডল, আব্দুল মতিন মণ্ডল, ডা. তোফাজ্জল হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল জানান, রবিউল ইসলাম জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। অভাবের কারণে ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় তাকে পুনর্বাসন করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস আরও জানান, অসহায় ও দুঃস্থ মানুষদের সহায়তায় তারা সবসময় প্রস্তুত।