সাতকানিয়া উপজেলার নবগঠিত জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। তার আগে জাতীয় নাগরিক কমিটি সাতকানিয়ার প্রতিনিধিত্বকারী দলের সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় পরবর্তী মধ্যাহ্নভোজে অংশ নেন।
সভায় প্রতিনিধিদল ২৪ এর বিপ্লব পরবর্তী গঠিত জাতীয় নাগরিক কমিটির ভবিষৎ ভূমিকা ও বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের বক্তব্য শোনেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক জুবায়েরুল হাসান আরিফ ও সাতকানিয়া প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এবং তারা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনকল্যাণমূলক কাজে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ধরনের মতবিনিময় সভা স্থানীয় উন্নয়ন ও প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।