সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী ও খাগরিয়া ইউনিয়নের কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জানুয়ারি ২০২৫ রাত ১১:৩০ থেকে ২৯ জানুয়ারি ভোর ৪:০০ পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস এবং সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মাদ মোস্তফা কামাল খান।
অভিযানের সময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে সাতকানিয়া থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা