নরসিংদী জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও শিবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম সুলতান উদ্দিন মোল্লার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে উপজেলার ধানুয়া কলেজ মাঠে এই আয়োজন করা হয়।
আলোচনা সভায় শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
সভায় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব মনজুর এলাহী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম মোল্লা ও সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়া প্রমুখ।