নরসিংদীর শিবপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি -২০২৫ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৩ ফেব্রুয়ারি ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নুর এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোশতানসির বিল্লাহ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন,প্রেস ক্লাবের সভাপতি এস,এম খোরশেদ আলম সভায় বাড়ি বাড়ি গিয়ে গুরুত্ব সহকারে ভোটার তালিকা হালনাগাদকরণ ও যোগ্য প্রার্থী কেউ যেনো বাদ না পড়ে সেই বিষয়ে আলোচনা করা হয়।