প্রেস বিজ্ঞপ্তি
রবিবার, ২ফেব্রুয়ারী-২০২৫ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় গ্রাম আদালত দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। তিনি গ্রাম আদালতের নথি ব্যবস্থাপনা ও সঠিকভাবে গ্রাম আদালত পরিচালনার গুরুত্ব ও
এবং গ্রাম আদালত কার্যকরণে ইউনিয়ন পরিষদের সচিবদের দায়িত্ব ও করণীয় বিষয়সমূহ বিশেষত প্রতিটি ইউনিয়নে সপ্তাহে অন্তত ২দিন করে গ্রাম আদালত পরিচালনা করার নির্দেশনা এবং বিগত তিন মাসের মামলা গ্রহণ ও নিষ্পত্তির তথ্য পর্যালোচনা করে লক্ষ্যমাত্রা অনুযায়ী মামলা গ্রহণ ও নিষ্পত্তির উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
রাউজান উপজেলা গ্রাম আদালত কার্যক্রমের বর্তমান পরিস্থিতি বিষয়ে আলোচনা করেন উপজেলা সমন্বয়কারী মো. ওসমান গণি, সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা সমন্বয়কারী মিলটন চাকমা।