মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শীতলপুর ও বাঁশবাড়িয়া এলাকায় এসব দুর্ঘট-না ঘটে। আহ-তদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমিন।
পুলিশ জানায়, রাত সোয়া ৭টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় লরী চা-পায় নুরুল আলম প্রকাশ চাঁন মিয়া (৬০) নামে এক তামা পিতল ব্যবসায়ী নি-হত হন। ঢাকা দোহার এলাকার বাসিন্দা ও উপজেলার ভাটিয়ারী মাদামবিবির হাট খাদিমপাড়া জানে আলম চৌধুরীর ভাড়াটিয়া তামা পিতল ব্যবসায়ী চাঁন মিয়া মোটরসাইকেল যোগে বাঁশবাড়িয়ায় একটি মাহফিলে যাওয়ার পথে ঢাকামুখী লেনে শীতলপুর অতিক্রমকালে মোটর সাইকেলকে পেছন থেকে একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে চাঁন মিয়া মোটরসাইকেলসহ সামনে থাকা লরির পিছনে চা-পা পড়ে ঘটনাস্থলে মৃ-ত্যুবরণ করেন। হাইওয়ে থানার এসআই মো. আফসার ঘটনাস্থল থেকে মৃ-তদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
অপরদিকে, একই সময়ে উপজেলার বাঁশবাড়িয়াস্থ কোট্টা বাজার এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফলের দোকানে ঢুকে পড়ে। এতে দুইজন নি-হত হন। এছাড়া আ-হত হন আরও দুইজন।
নি-হতরা হলেন- বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকার আব্দুস সালামের পুত্র মাইনুল হোসেন মানিক(৩৫), কুমিরা ইউনিয়নের ছগির আহমেদের মেয়ে জেসমিন খাতুন (২৫)।