ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে শিশু মেধাবৃত্তি প্রদান

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা শিশু মেধাবৃত্তি-২০২৪ প্রদান অনুষ্ঠান শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ সন্দ্বীপ উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ এডুকেশন সোসাইটি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি মোঃ ইকবাল হায়দার। সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমন ও ষ্টাফ প্রতিনিধি আসাদুজ্জামান জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আমির হোসেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাইটভাঙ্গা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আকতার, মগধরা স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী দেলোয়ার হোসেন, সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ সন্দ্বীপ শাখার সভাপতি কাজী আনোয়ার হোসেন, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাবেক সভাপতি প্রধান শিক্ষক আবদুর রহমান ভূঁইয়া রিপন, বদরশাহ ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির নির্বাহী পরিচালক মাহাবুবুল আলম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সন্দ্বীপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম সহ অনেকেই।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মো. জাকির হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাইটভাঙ্গা পেলিশ্যার শাহী জামে মসজিদের খতিব মাওলানা আবদুল জব্বার। কৃতি শিশু শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার স্টাফ প্রতিনিধি ইঞ্জিনিয়ার নূর মোস্তফা আলী হাসান।
বৃত্তি প্রাপ্ত শিশু শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে প্রাইজবন্ড, অভিনন্দন স্মারক, অভিনন্দন পত্র, বই, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার ক্যালেন্ডার-২০২৫, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা, শপিং ব্যাগ প্রদান করা হয়। বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে সন্দ্বীপব্যাপী চলমান ৭টি কর্মসূচির ভূয়সী প্রশংসার পাশাপাশি শিশু শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে গড়ে উঠে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান রয়েছে। কর্মসূচিগুলো হচ্ছে-
১. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা শিশু মেধাবৃত্তি পরীক্ষা (৫ম শ্রেণি, ২০১৪ সাল থেকে চলমান)
২. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা চিত্রাংকন প্রতিযোগিতা (৪র্থ শ্রেণি, ২০১৫ সাল থেকে চলমান)
৩. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা হাতের লেখা প্রতিযোগিতা (৩য় শ্রেণি, ২০১৬ সাল থেকে চলমান)
৪. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান (মাধ্যমিক স্তর, ২০১৮ সাল থেকে চলমান)
৫. কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা (৩য়-৫ম শ্রেণি, ২০১৮ সাল থেকে চলমান)
৬. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান (উচ্চ মাধ্যমিক স্তর, ২০২২ সাল থেকে চলমান)
৭. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান অনুষ্ঠান (২০২২ সাল থেকে চলমান)।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved