মৌলভীবাজারে সাত প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন স্পন্দন। রোববার (৯ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার শহরের স্থানীয় একটি রেস্তুরার হলরুমে এই সংবর্ধনা অনুস্ঠান অনুষ্ঠিত হয়।
স্পন্দন মৌলভীবাজারের সভাপতি ইহাম মোজাহিদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদুর রহমান সৌরভের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর শরিফুল রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জজ ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী ও এনআরবি ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান পিন্টু।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও বালুছড়া সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ও স্পন্দন উপদেষ্টা তপু তোফায়েল খান, ইতালি প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও স্পন্দন উপদেষ্টা আসাহিদ আহমদ মোসাহিদ, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী, স্পন্দন এর উপদেষ্টা জলিল উদ্দিন চৌধুরী খোকন, যুক্তরাজ্য প্রবাসী স্পন্দন উপদেষ্টা রাসেল খান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও স্পন্দন উপদেষ্টা শামীম তরফদার, যুক্তরাজ্য প্রবাসী স্পন্দন উপদেষ্টা আলতাফ হোসেন, ফ্রান্স প্রবাসী স্পন্দন উপদেষ্টা শ্যামল দাস সানি।
এছাড়াও উপস্থিত ছিলেন স্পন্দন মৌলভীবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ হাকিম, কাওছার আহমদ মহসিন, সাবেক সহ দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিটের সভাপতি ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ ও সাধারণ সম্পাদক মোঃ রকি, উষার আলো সংগঠনের সভাপতি মান্না আহমদ, রাজ্জাক আহমদ রাজু,শাহীন আহমদ, সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পু, দপ্তর সম্পাদক সৈয়দ নাবিল উজ্জামান, সহ দপ্তর সম্পাদক মুহিবুর রহমান, সহ প্রচার সম্পাদক ইমন মিয়া,সহ ধর্ম বিষয়ক সম্পাদক হিমান পুরকায়স্থ, কাশিনাথ আলাউদ্দিন কলেজ এর সাধারণ সম্পাদক রাফিন আহমদ প্রমুখ।