সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের ১৩টি প্রতিষ্ঠানে ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং এ উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে সাতঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সেমবার (১০ফেব্রয়ারী) সকাল ১০টায় পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ এডুকেশন সোসাইটি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি এবং আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ ইকবাল হায়দার। চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহেল নাজিম উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারিকাইত সৈয়দ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউছুফ, পূর্ব সাতঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজা বেগম, ওমদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন মজহমদার, সাতঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন, উত্তর সাতঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম, উত্তর পশ্চিম সারিকাইত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা বেগম, পূর্ব সারিকাইত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা, চৌকাতলী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউছুফ আলী মামুন, দক্ষিণ পশ্চিম চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরকান উদ্দিন, পশ্চিম সারিকাইত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকায়েত উল্যাহ, বিভিন্ন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সদস্য সহ আমন্ত্রিতঅতিথিবৃন্দ। তথ্যঋণ ও ছবি: জনাব ইলিয়াছ সুমন।