সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ও জটিলতার অবসান ঘটাতে চট্টগ্রাম জেলা পরিষদ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী চিটাগং বোট ক্লাব, পতেঙ্গায় অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক অনুষ্ঠানে উভয় পক্ষের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় গুপ্তচরা-কুমিরা ঘাটসমূহের শুল্কায়ন, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা সরাসরি বিআইডব্লিউটিএ’র অধীনে আনা হয়েছে।
এতে করে গত ১৮ বছর ধরে চলে আসা প্রশাসনিক জটিলতা, অনিয়ম ও মানুষের দুর্ভোগ দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর মাধ্যমে সন্দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ আরও নির্বিঘ্ন এবং সন্দ্বীপবাসীর ভোগান্তি কমবে বলে ধারনা করা হচ্ছে।
উক্ত বিষয়ে সন্দ্বীপভিত্তিক ২৯টি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত যৌথ মোর্চা সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মুকতাদের আজাদ খান বলেন, এই সমঝোতা স্মারকের ফলে ঘাট ব্যবস্থাপনায় অনিয়ম দূর হবে, স্বচ্ছতা আসবে। এটি কার্যকর হলে সন্দ্বীপবাসীর যাতায়াত ঝুঁকিমুক্ত এবং সহজতর হবে। তিনি অনতিবিলম্বে গুপ্তচরা-কুমিরা নৌরুটে স্পিড বোট ভাড়া ১৭০ টাকা কার্যকর করার দাবী জানান।