চট্টগ্রাম, উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, সাতকানিয়া। আজ ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারিস্তা করিম।
অভিযানকালে সাতকানিয়া উপজেলার মাদারবাড়ি ও কেওচিয়ায় অবস্থিত নূর হোসেন ব্রিকস ম্যানুফ্যাকচারিং (N.H.B)-এর কার্যক্রম বন্ধ করা হয় এবং ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।
এছাড়া, উপজেলার দক্ষিণ ঢেমশাস্থ গাউছিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং (G.B.M)-এর মালিকপক্ষ ও ব্যবস্থাপকদের লাইসেন্স হালনাগাদ ছাড়া কার্যক্রম বন্ধ রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্টের উপস্থিতিতে তাদের আগামী এক মাসের মধ্যে লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র হালনাগাদ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। অন্যথায়, তারা নিজেরাই কার্যক্রম বন্ধ করবেন বলে অঙ্গীকার করেন।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন আনসার সদস্যবৃন্দ ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা। এছাড়া, মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাতকানিয়া স্টেশনের সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।