যাত্রিবাহি বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রম্যমান আদালত পরিচালনা করে দোষী পরিবহন সংস্থাকে জরিমানা করা হয়েছে।
আজ, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৪.৩০ টায় সাতকানিয়া উপজেলাধীন কেরানিহাট এলাকায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
দক্ষিণ চট্টগ্রামের কেরানিহাট লোহাগাড়া রোডে যাত্রিবাহি বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। গত সপ্তাহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিট সাতকানিয়া উপজেলার নেত্বৃবৃন্দের সহায়তায় সাধারণ জনতা প্রতিবাদ মুখর হয়ে মহাসড়ক অবরোধ করলে, উপজেলা প্রশাসন, ছাত্রনেত্বৃবৃন্দ ও নাগরিক কমিটি এবং বাস মালিক সমিতির সাথে দফায় দফায় মিটিং হয়। মিটিংয়ে সিদ্ধান্ত মোতাবেক যাত্রিদের কাছ থেকে যোক্তিক ভাড়া আদায়ের সিদ্ধান্ত গৃহিত হলেও আজকে আবার বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। বাস যাত্রীরা অভিযোগ করেন যে, ঈগল বাসে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়ের ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে ১১টি ঈগল পরিবহনের চালকদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোট ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সাতকানিয়ার ছাত্র প্রতিনিধিবৃন্দ, জাতীয় নাগরিক কমিটির সদস্যবৃন্দ, সাতকানিয়া থানার পুলিশ সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সক্রিয় সহযোগিতা করেন।