সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের সন্ধ্যায় পাহাড় কর্তনের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারিস্তা করিম।
সরেজমিনে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়। KB3 ব্রিক ফিল্ডের ম্যানেজার অধির চৌধুরী (৬৫), উক্ত পাহাড় কর্তনের ঘটনা ব্রিক ফিল্ডের মালিক কর্তৃক সংঘটিত বলে নিশ্চিত করেন। অভিযোগের ভিত্তিতে, উক্ত ম্যানেজারকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ২ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়।
একই সঙ্গে, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মইনুদ্দীন ফয়সালকে ব্রিক ফিল্ডের মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক, সাতকানিয়া থানার পুলিশ সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সক্রিয়ভাবে সহযোগিতা করেন।