আজ (১৯ শে ফেব্রুয়ারি) রোজ বুধবার সকাল ৭:০০ ঘটিকায় চট্টগ্রাম- খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে হাটহাজারী কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন জমজম হসপিটালের সামনে ফটিকছড়ি থেকে ছেড়ে আসা শহরমুখী একটি সিএনজি ও শহর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কয়েকজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুল ইবনে হাসান নামে এক যাত্রীকে মৃত্যু ঘোষণা করেন। অন্য ২ জনের অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমাম হোসেন নামে আরও একজনের মৃত্যু হয় ।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত কামরুল ইবনে হাসান ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার চাড়ালিয়া হাট এলাকার মোঃ হাসানের পুত্র এবং নিহত ইমাম হোসেন একই উপজেলার পাইন্দং ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ পাইন্দং ৭ নং ওয়ার্ড মোল্লা বাড়ির সিরাজুল ইসলামের পুত্র।
হাইওয়ে থানার অফিসার এস. আই মোঃ সফিকুর ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এখন আলামত সংগ্রহ করা হচ্ছে । ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।