চট্টগ্রামের পটিয়ায় পটিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সবত্র ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে সারাদেশে ধর্ষণ ও হত্যা এবং নিপিড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকাল ৩ টায় সকলের উপস্থিতিতেই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং মা বোনদের নিরাপত্তা জোরদার করার জন্য পটিয়া প্রেস ক্লাবের সামনে পোস্ট অফিসের মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন পটিয়ার ছাত্র প্রতিনিধিরা। এতে আরো উপস্থিত ছিলেন, গোলাম মাওলা মাশরাফ সংগঠক দক্ষিণ জেলা , তালহা রহমান সংগঠক, মোঃ তৌকির ছাত্র প্রতিনিধি সদস্য দক্ষিণ জেলা, মোঃ মাহির সিরাজী, পটিয়া ছাত্র প্রতিনিধি, মোঃ জনি, পটিয়া ছাত্র প্রতিনিধি, এবং শওকত হোসেন এবং পটিয়ার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
এতে ছাত্ররা সারাদেশে ধর্ষণ-হত্যা এবং নিপিড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাই,আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।