“তোমরা হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়” স্লোগানকে ধারণ করে দীর্ঘ নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম পলিটেকনিক ইনিস্টিটিউট ছাত্রশিবির।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নগরের দুই নম্বর গেইট সংলগ্ন বেবী সুপার মার্কেটের পার্শবর্তী চট্টগ্রাম কনভেনশন সেন্টারে অনুষ্টিত হয় এ নবীন বরণ অনুষ্ঠান।
আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি তানজির হাসান জুয়েল বলেন, বিগত সময়ে ইসলামি ছাত্রশিবিরকে ভুলভাবে ছাত্র সমাজের সামনে উপস্থাপন করা হয়েছে। নানা ধরণের অপপ্রচার চালিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের দূরে রাখা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরাও ছাত্রশিবির সম্পর্কে জানতে পারেননি। দেশব্যাপী এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরী করা হয়েছিলো।ছাত্রশিবির তার কাজের মধ্য দিয়ে এসকল অপপ্রচারের জবাব দিয়ে ছাত্রসমাজের নিকট আলোর দিশারী/ রোল মডেল হয়ে আবির্ভূত হবে। সে লক্ষ্যে ছাত্রশিবিরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নবাগতদের বরণ করে নিতে আমাদের এ প্রয়াস।
এছাড়াও নবীন বরনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালি, ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি,ডুয়েট শাখা ছাত্রশিবির সভাপতি ইব্রাহীম খলিল খোকন, চট্টগ্রাম মহানগর উত্তর সেক্রেটারী মুমিনুল হক, সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ,চট্টগ্রাম পলিটেকনিক সভাপতি আল আমিন ও সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া নবীন শিক্ষার্থীদের উপহার হিসেবে ছিল- টিশার্ট, নোটখাতাসহ বিভিন্ন ধরণের গিফট হ্যাম্পার প্রদান করে সংগঠনটি।