শুকনো পাতা, মেঘলা আকাশের নিচে,
বাতাসের সঙ্গে ভেসে চলে একা, একাকী।
যে পাতা একসময় সবুজ ছিল প্রাণে ভরা,
আজ তার মনে শুধুই অশান্তির রেখা।তার মর্মে কতশত স্মৃতি গাঁথা ছিল,
যেন জীবনের অজানা পথের তীরে দাঁড়িয়ে ছিল।
সবুজের মাঝে ছিল এক আশার সূর্য,
কিন্তু সেই সূর্য ডুবে গেছে, অন্ধকারে নিভে গেছে।শুকনো পাতা, অতীতের গর্বিত সাক্ষী,
তবুও সে ভেসে চলে চুপচাপ, নিরব, নিঃশব্দ।
হয়তো সে জানে, জীবন এমনই চলে,
কখনো রং বদলে যায়, কখনো ভেঙে যায় একে একে।একের পর এক শীত, গ্রীষ্ম, বর্ষা,
সবই চলে যায়, কেবল একমাত্র স্মৃতি থাকে।
শুকনো পাতা, উড়াল দেয় আকাশে,
যতক্ষণ না সে নিঃশেষ হয়ে মাটিতে পড়ে।যে শুকনো পাতা, জীবন একে কখনো আঁকড়ে ধরেছিল।
অবশেষে সে ভেসে চলে দূরের কোনও জায়গায়,
কিন্তু স্মৃতি তার কখনো চলে যায় না, মনে থাকে চিরকাল।
