হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫ শে) ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় হাটহাজারী পৌরসভাধীন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাগৃতি এর নিজ কার্যালয়ে হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি ২০২৫ ইং অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের সম্মানিত সহ-সভাপতি, আবুল হাসেম।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাবেক সাধারণ সম্পাদক, জয়নাল আবেদীন তারেক।
উক্ত ইফতার বিতরণী কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগৃতি এর কার্যকরী সংসদ ২০২৫-২৬ এর সম্মানিত সভাপতি জনাব ওসমান, জাগৃতি এর সম্মানিত সাধারণ সম্পাদক, সোহেল রানা, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহেদুল আজম, উত্তর মাদার্শা জমশেদিয়া তরুণ ক্লাবের সভাপতি রেজাউল করিম, গড়দুয়ারা সোশ্যাল ফেয়ারের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাবেদ, হাটহাজারী সমিতি রেজাউল করিম বাবলু , কামালপাড়া যুব সংঘ ক্লাবের সভাপতি মোঃ ওসমান ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আবুল হাশেম বলেন, আমরা হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে ২৭০ জন গরিব এবং অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
হাটহাজারী সমিতির একমাত্র উদ্দেশ্য হলো গরিব, অসহায়, এবং দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা। আপনার আমাদের জন্য দোয়া করবেন। আমরা ভবিষ্যতে ও যেন গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।