অদ্য ২৫/০২/২০২৫ ইং রাত ১২:০০ টা হতে রাত ৩:০০ টা পর্যন্ত বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর গড়দুয়ারা স্লুইসগেট এলাকা থেকে ছিপাতলী পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে প্রায় সাড়ে ৫ হাজার মিটার চরঘেরা জাল আটক করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, হাটহাজারী, চট্রগ্রাম ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, রাউজান, চট্রগ্রাম।
উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন,মোঃ আলমগীর আজাদী, নৌপুলিশের এসআই মোঃ রমজান আলী, কনস্টেবল মোঃ সোহেল রানা, উপজেলা মৎস্য দপ্তরে নিয়োগপ্রাপ্ত হালদা প্রকল্পের ৩ জন পাহাড়াদার মোঃ শহীদুল্লাহ (গড়দুয়ারা), মোঃ সোহেল (গড়দুয়ারা) ও মোঃ আলমগীর (উত্তর মাদার্শা)।
উক্ত অভিযানে জব্দকৃত জাল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বিনষ্টকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা। অভিযান পরিচালনায় নেতৃত্বদানকারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হাটহাজারী,মোঃ আমিনুল ইসলাম বলেন, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।