শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের সালুরদিয়া আদর্শ একাডেমি (আয়েশা একাডেমি)’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী অত্র প্রতিষ্ঠানের উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সৈয়দনগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.বি সিদ্দিক মাস্টারের সভাপতিত্বে ও সাংবাদিক এসএম আরিফুল হাসান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকির হোসেন মোল্লা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী শাহাদুজ্জামান শাহেদ। পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জোবায়ের মোল্লা,সার্বিক সহযোগিতায় ছিলেন সালুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এসএম সেলিম।