বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের নির্দেশনায় সন্দ্বীপের সকল তফসিলি ব্যাংকের সমন্বিত উদ্যোগে সোনালী ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপনায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালা সোনালী ব্যাংক চট্টগ্রাম দক্ষিন অঞ্চলের ডিজিএম মো. আরিফুল কবিরের সভাপতিত্বে বৃহস্পতিবার,২৭ ফেব্রুয়ারী কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (কারেন্সি) মো. মোরশেদ আলম, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা, কর্মশালায় রিসোর্সপার্সন ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের যুগ্ন পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
সোনালী ব্যাংক সন্দ্বীপ শাখার প্রিন্সিপাল অফিসার শ্যমল দত্তের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপনক মোহাম্মদ আক্তারুজ্জামান সুজন, সোনালী ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপনক এস এম একরামুল হক, ইসলামী ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপনক মোহামদ কামরুজ্জামান প্রমূখ।
কর্মশালায় উপস্থিত ছিলেন ন্যশনাল ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপনক ফরিদ আহমেদ, আইএফআইসি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপনক কাজী মোহাম্মদ কাইসার হামিদ,পূবালী ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক মো. জাবেদ হোসাইন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক মো. আলমগীর, উত্তরা ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক এম এ আজিজ, অগ্রনী ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শিহাবুল ইসলাম, এ বি ব্যংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক অপারেশন মেহেদি হাসান, স্ট্যান্ডার্ড ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক কাজী পারভেজ আহমেদ, বিভিন্ন ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক নেতা, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি প্রমুখ। কর্মশালায় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ডিসপ্লের মাধ্যমে জালনোট কীভাবে চিহ্নিত করা যায় তা প্রদর্শন করে দেখানো হয়।