নরসিংদীর শিবপুরে নূরজাহান জুয়েলার্সের শুভ উদ্বোধন করা হয়েছে। সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন কলেজগেইট এ নূরজাহান জুয়েলার্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে নুরজাহান জুয়েলার্স দোকানের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার (কালা মিয়া) । এসময় উপস্থিত ছিলেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর,নূজাহান জুয়েলার্সের স্বত্বাধিকারী নূরজাহান ও মনিরুজ্জামান মনির।
দোয়া পরিচালনা করেন মাওলানা শাহিন রিকাবদার।