আজ (১লা মার্চ) রোজ শনিবার বিকাল ২ ঘটিকায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাগৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫ ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, জাগৃতি এর সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা।
উক্ত ফাইনাল খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জাগৃতি এর সম্মানিত সভাপতি জনাব মোঃ ওসমান।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
উক্ত ক্রিকেট খেলা পৃষ্ঠপোষকতায় ছিলেন, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ক্রীড়াবিদ ও সফল উদ্যোক্তা, শহীদ জিয়ার স্মৃতি সংসদ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব লায়ন সালাউদ্দিন আলী।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মোঃ ওহিদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মোঃ শাহেদুল আজম, মোহাম্মদ গিয়াস উদ্দিন চেয়ারম্যান সদস্য সচিব হাটহাজারী উপজেলা বিএনপি, মোহাম্মদ জাকির হোসেন, কামাল পাড়া যুব সংঘ ক্লাবের সম্মানিত সভাপতি, মোঃ ওসমান, অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলায় দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ করে।
চট্টগ্রাম সিনিয়র ক্রিকেটার্স ও বিডি কিংস দুবাই।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেন,বিডি কিংস দুবাই, ১০ ওভারে ৭ উইকেটে তাদের সংগ্রহ ছিল ১৫৬ রান।
১৫৭ রানের টার্গেটে চট্টগ্রাম সিনিয়র ক্রিকেটার্স ১০ ওভারে ১১৯ রান করে ৩৮ রানের ব্যবধানে পরাজয় বরণ করেন।
উক্ত ফাইনাল খেলায় স্পেশাল প্লেয়ার অব দ্য ম্যাচ এর সৌভাগ্য অর্জন করেছেন, কফিল উদ্দিন চিটাগং সিনিয়র ক্রিকেটার্স।
ম্যান অফ দ্যা ফাইনাল এর সৌভাগ্য অর্জন করেছেন রমজান, সর্বোচ্চ রান সংগ্রহ কারী এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ফরহাদ বিডি কিংস দুবাই।
সর্বোচ্চ রান সংগ্রহ কারী কফিল উদ্দিন চট্টগ্রাম সিনিয়র ক্রিকেটার্স, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট এর সৌভাগ্য অর্জন করেছেন, মোঃ ইয়াসিন বিডি কিংস ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সুস্থ, সবল ও মাদকমুক্ত দেশ গড়তে হলে লেখাপড়ার পাশাপাশি খেলার কোন বিকল্প নেই।তাই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে,বেশি বেশি খেলার আয়োজন করতে হবে।
তিনি তার বক্তব্যে ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক সংগঠন জাগৃতি এর সম্মানিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জাগৃতি এর কার্যকরী সংসদ ২০২৫-২৬ এর সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার এক প্রশ্নে ব্যারিস্টার মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে হাটহাজারী উপজেলাকে একটি স্পোর্টস সিটি উপজেলা হিসেবে রূপান্তর করার। আমরা ক্ষমতায় এলে ইনশাআল্লাহ তা বাস্তবায়ন করা হবে।