পবিত্র মাহে রমজানের ফজিলত তাৎপর্য গুরুত্ব গ্রহণযোগ্যতা ধর্মীয় অনুভূতি জাগ্রত করতে পবিত্র মাহে রমযানকে স্বাগত জানিয়ে ” স্বাগত র্যালি” শোভাযাত্রা আয়োজন করেছে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে।
১ মার্চ দুপুর দেড়টায়(বাদে যোহর) আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গন হতে শুরু হয়ে নগরী পদক্ষিণ করে।
“স্বাগত র্যালি” শোভাযাত্রা শেষে উপস্থিত বক্তারা এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন,রোজা ইসলামের দ্বিতীয় স্তম্ভ। ইসলাম ও মুসলমানদের জীবনে এর গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। পবিত্র রমজান মাসের ত্রিশটি রোজা ধর্মপ্রাণ মুসলিম নর-নারীদের জন্য এক সাধনা। রমজান মাস মুসলিম জাহানের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস
এতে দলীয় সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মী, সমর্থকবৃন্দ, সাধারণ মানুষ অংশগ্রহণ করে। এছাড়াও ইসলামপ্রিয় ধর্মপ্রাণ মুসলিম ও ইসলামিক সাংস্কৃতিক কর্মীসহ সাধারণ মুসলিম জনতার জনতা স্বতঃস্ফূর্ত স্বাগত জানান। নগরী বিভিন্ন মোড় পদক্ষিণ করে সুশৃংখল সুন্দর ও সফলভাবে সুসম্পন্ন হয়।
প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া উক্ত স্বাগত র্যালিটি প্রকাশ প্রচারে অংশ নেই। তথ্য নিশ্চিত করেছেন, সিরাজী মানিক,প্রচার ও মিডিয়া সম্পাদক ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর।