তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশে” এ স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে জাতীয় ভোটার দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকারিয়া।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রহমান, খামারপাড়া এসআই আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাওসার উদ্দিন, সাংবাদিক সাইফুল্লাহ প্রমুখ।