সাতকানিয়া ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও মানহীন ভোজ্যতেল জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ৫ মার্চ ২০২৫, দুপুর ২:৩০ মিনিটে সাতকানিয়া উপজেলার দেওদিঘী বাজার সংলগ্ন পূর্ব পাশের একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম ।অভিযানে বাসার একটি কক্ষে ৩,৫০০ লিটার খোলা ও বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়, যার মোড়কে বিএসটিআই অনুমোদন ও পণ্যের নির্ধারিত তথ্য ছিল না।
এসব তেল অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং করে “রুপচান” ব্র্যান্ড নামে সাতকানিয়ার বিভিন্ন দোকানে সরবরাহ করা হচ্ছিল। অভিযানে ৬,৮০০টি এক ও দুই লিটারের খালি প্লাস্টিক বোতল, বোতলজাতকরণের জন্য লেবেল ও তেল ভর্তি ড্রাম। মোবাইল কোর্ট জব্দকৃত ৩,৫০০ লিটার তেল ও বিপুল সংখ্যক খালি বোতল ও তেলের ড্রাম সিলগালা করে। অভিযানে হাতেনাতে আটক হন মো. ইউনুস (৪৮), পিতা: আবদুল হামিদ, সাং: পশ্চিম গাটিয়াডেংগা, ওয়ার্ড ০৯, এওচিয়া। মোবাইল কোর্ট নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।
এছাড়া তেলের কারবারে জড়িত আরও দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়, এই দুইজনের মধ্যে মো. ইসাহাক (৪২), পিতা: আবদুল হামিদ, সাং: পশ্চিম গাটিয়াডেংগা, ওয়ার্ড ০৯, এওচিয়া;: অন্যজন বাড়ির মালিক মো. নাসির উদ্দিন (৪৫), পিতা: মৃত মফজুল আহমেদ, ওয়ার্ড ০৪, এওচিয়া অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর জনাব সরোয়ার কামাল, সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন পারভেজ ও তার টিম, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ