বিগত ০৭/০১/২০২৫ তারিখে নরসিংদীর শিবপুরে জন্ম নেওয়া পিতৃ-পরিচয়হীন একটি শিশু পেল নতুন ঠিকানা। গোপনীয়তা বজায় রেখে শিশু আইন ২০১৩ এর আলোকে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দুই মাস বয়সী শিশুটিকে গতকাল বুধবার রাতে নতুন পরিবারের কাছে তাকে দত্তক দেয়া হয়।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি মোছা: ফারজানা ইয়াসমিন,উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব কে এম আবু রায়হান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: রোকসানা বিলকিস।
ইউএনও মোছা: ফারজানা ইয়াসমিন জানান, শিশুটিকে দত্তক দেয়ার ক্ষেত্রে আবেদনকারীর পারিবারিক, সামাজিক, পেশা ও অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে একটি নিঃসন্তান ধনাঢ্য পরিবারের কাছে তাকে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়। শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে সেই দত্তক নেয়া পরিবার সম্পর্কে তিনি কিছু জানাতে চাননি।
উপজেলা সমাজসেবা অফিসার কে এম আবু রায়হান জানান শিশু আইনের ৮৪ ধারায় বলা রয়েছে বাচ্চাকে যদি তার পরিবারে একীকরণ সম্ভব না হয় তাহলে শিশু কল্যাণ বোর্ড লালন পালনের অভিভাবকত্ব দিতে পারে, সেই ধারাকেই কাজে লাগানো হয়েছে। সে ভালো একটি পরিবারে যাচ্ছে, উন্নত জীবন কাটাবে, শিক্ষাদীক্ষায় বড় হবে এই প্রত্যাশা করি।