নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন মাষ্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, সহকারী কমিশনার (ভূমি) মুহ.আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোশতানশীর বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিস, শিবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহমান ভূইয়া,পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান, সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার প্রমুখ।
এসময় নারীর অধিকার, বাল্য বিবাহ, নারী নির্যাতন নিয়ে আলোচনা করা হয়। সকলের সহযোগিতায় সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজ থেকে নারীর প্রতি অবিচার দূরীকরন ও অধিকার প্রতিষ্ঠা নিয়েও বিশদ আলোচনা হয়।