প্রেস বিজ্ঞপ্তি
রবিবার, ৯ মার্চ- ২০২৫ খ্রী. ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ইপসা ‘র উদ্যোগে “For All Women and girls : Equality, Empowerment ” (অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন) প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে ইপসার প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইপসার সহকারী পরিচালক কাজী ফারহানা ইদ্রিসের সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য প্রদান করেন ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান, ইপসার পরিচালক (অর্থ) বাবু পলাশ চৌধুরী, পরিচালক (সোশ্যাল ডেভেলপমেন্ট) মিসেস নাছিম বানু, পরিচালক ( অর্থনৈতিক উন্নয়ন) মনজুর মোর্শেদ চৌধুরী, পরিচালক (নলেজ ডেভেলপমেন্ট) মো. শাহজাহান, উপ পরিচালক মো. শহীদুল ইসলাম, সহকারী পরিচালক আব্দুস সবুর, ম্যানেজার শ্যমশ্রী ভট্টাচার্য, মো. তুষার, মোরশেদ হাসান মোল্লা, প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম, হিসাব রক্ষণ কর্মকর্তা ভাষ্কর, মিশকাত, শম্পা, প্রমূখ। শুরুতে ধারণাপত্র পাঠ করেন জয়তী ঘোষ, সেতার রুদ্র, এস এম শাহরিয়ার, মিশকাত হোসেন।
নারী অধিকার বিষয়ক কবিতা পাঠ করেন সেতার রুদ্র। আলোচকবৃন্দ সমাজের সর্বক্ষেত্রে নারী ও কন্যার অধিকার, মানবাধিকার, আইনী সুরক্ষা এবং ক্ষমতায়ন প্রতিষ্ঠার পাশাপাশি নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন সহ সব ধরণের সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতার মাধ্যমে একযোগে কাজ করার আহবান জানান। দেশের ক্রমবর্ধমান সহিংসতার কয়েকটি উদাহরণ তুলে ধরে আইনী শাসন প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান বলেন নারী ও শিশু নির্যাতন সহ সকল প্রকার নির্যাতন, সহিংসতার বিরুদ্ধে ইপসা সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে, সেফগার্ডিং পলিসি ইস্যুতে ইপসার সাথে প্রত্যক্ষ, পরোক্ষভাবে সম্পৃক্ত কাউকে নূন্যতম ছাড় দেয়ার সুযোগ নেই, এক্ষেত্রে ইপসা জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, অপরাধী যেই হোক না কেন আইনী প্রক্রিয়ায় তাঁর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে ইপসা কার্যালয়ের সামনে নারীর প্রতি দায়বদ্ধতা বিষয়ক #Accelerate Action কর্মসূচি পালিত হয়।