এম. রহমান ফরিজা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মো. আমিনুর রসুলের পৃষ্ঠপোষকতায় সন্দ্বীপের মগধরা ইউপি’র ৯ নম্বর ওয়ার্ডের ষোলশহর বাজারের নিজস্ব কার্যালয় থেকে ৫ মার্চ ২০২৫ চার শতাধিক পরিবারকে সাড়ে আঠার কেজি ওজনের ইফতার সামগ্রী এবং একশত পরিবারকে সর্বনিম্ন ৫শ টাকা সর্বেচ্চ ১ হাজার টাকা করে বিতরণ করা হয়।
এসব ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়, এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব মো. মাঈন উদ্দিন, মগধরা ষোলশহর বাজার কমিটির সভাপতি মাজহারুল ইসলাম মেম্বার, ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডা. আনোয়ারুল ইসলাম, বাবলু সওদাগর, মো. আলী, হুমায়ুন সওদাগর, তৈয়ব সওদাগর, আবদুল্লাহ সওদাগর জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. মাইন উদ্দিন, সুমন সওদাগর, সোহেল সওদাগর, মাহবুব সওদাগর, ইসলাম মালাদার, শহীদ সওদাগর, রহমত উল্লাহ, কবির মেম্বার, সন্দ্বীপ আনন্দ পাঠশালার শিক্ষক আলাউদ্দিন আলো প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন ষোলশহর জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা শহীদ।