চট্টগ্রাম:আগামীকাল ১০ই মার্চ হযরত মৌলানা মুফতি হাসমত আলী আল কাদেরী (রহ:) এর ৬৯ তম বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হবে।
আগামীকাল ১০ শে মার্চ রোজ সোমবার হাটহাজারী থানার অন্তর্গত দক্ষিণ নাঙ্গলমোড়া হাসমদিয়া দরবার শরীফে সৈয়দ আব্দুল হামিদ আল কাদেরী আল বোগদাদি (রহ:) এর প্রধান খলিফায়ে আজম-দারমাদহে পেশওয়ায়ে আলেমা,মোক্তাদায়ে ফাজেলা,ছাহেবে ফতোয়া,মোহাক্কেকে জমান,মশহুরে দাওরান, চট্টগ্রাম হাটহাজারী থানার প্রসিদ্ধ দেশখ্যত হযরতুল আল্লামা আলহাজ্ব মৌলানা মুফতি হাসমত আলী (রহ:) এর ৬৯ তম বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো।
উক্ত দরবার শরীফে বাদে যোহর খতমে কোরআন, খতমে গাউছিয়া, কোরআন তেলাওয়াত, হুজুরের জীবনী আলোচনা, দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালিত হবে এবং বাদ ইফতার তবারক বিতরণ অনুষ্ঠিত হবে।
উক্ত বার্ষিক ওরস শরীফ পরিচালনায় থাকবেন, জি.এম সোহেল রানা। শাহজাদা আলহাজ্ব শামসুল হুদা (প্রকাশ হুদা সাহেবের পুত্র।
সার্বিক সহযোগিতায় থাকবেন, জি.এম.এম কামাল (ছাহেবজাদা মরহুম হাকিম মৌলানা মুহাম্মদ ইদ্রিসের পুত্র।
সার্বিক সহযোগিতায় আরো থাকবেন,নাঙ্গলমোড়া কাছিম আলীর বাড়ী ও হাসমত আলী (রহ) এর বাড়ী, সমাজ কল্যাণ পরিষদ এর সকল সদস্যবৃন্দ।