চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের র্যালী, আলোচনা সভা ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্টিত হয় । ১০মার্চ সোমবার সকালে “দুর্যোগের পূর্বাভাস প্রস্ততি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাঁশখালী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে স্থায়ীত্বশীল উন্নয়ন সংস্থা ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশান) সেভ দ্যা সিলড্রেন ও সিপিপি ‘র সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্টিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামশেদুল আলম এর সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যে এ সময় সহকারি কমিশনার (ভুমি) মোঃ জসিম উদ্দিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল করিম, উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওম, উপজেলা ফায়ার সার্ভিস বাঁশখালীর টিম লিডার মিজানুর রহমান, সিপিপির উপজেলা টিম লিডার মোঃ ছগীর, সিপিপির উপজেলা স্বেচ্ছাসেবক সমন্বয়কারি ও ইপসার কর্মকর্তা কল্যাণ বড়ুয়া, সিপিপির উপজেলা অফিসে কর্মরত মিঠু কুমার দাশ সহ স্থায়ীত্বশীল উন্নয়ন সংস্থা ইপসার প্রজেষ্ট অফিসার মাহিনুর আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা ও সিপিপি স্বেচ্ছাসেবকদ্বয় উপস্থিত ছিলেন ।
এ সময় বক্তারা বলেন, প্রতিটি দুর্যোগে জনগন যত বেশি সচেতন থাকবে তত বেশি ক্ষয়ক্ষতি কম হবে। তাই দুর্যোগে সচেতন হওয়া আমাদের প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন ।