চট্টগ্রামের পটিয়ায় নাইখান সর্দার পাড়ায় বিদ্যুৎ লাইন থেকে আগুন লেগে সর্দার পাড়ার বাসিন্দাদের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
গত ৯ মার্চ সর্দার পাড়ায় এই অগ্নিকাণ্ডের ফলে অনেক গরিব অসহায় জেলের বসতবাড়ি পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সকলের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। তাদের থাকার কোন বসতবাড়ি নেই তাই পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পটিয়ায় সকল সংগঠন ও বিত্তবান ব্যাক্তিরা তাদের বিপদে এগিয়ে আসার আহবান জানান। এদিকে পটিয়ার বন্ধু মহলের কয়েকজন মিলে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা সংগ্রহ করার জন্য মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। দিনরাত কাজ করে যাচ্ছে তারা অসহায় পরিবার গুলোর পুনর্বাসন করার জন্য।
পটিয়া বন্ধু মহলের একনিষ্ঠ কর্মী সাংবাদিক ফারজানা আক্তার বৃষ্টি এর নেতৃত্বে বন্ধু মহলের সদস্যদের নিয়ে আর্থিক সহায়তা সংগ্রহ কর্মসূচি পালন করছে।
ত্রাণ সংগ্রহে ছিলেন, পান্না,জেসি,আরশি,নাফসা,আবির,রি দুয়ান,অংকিতা,ফারিয়া,লিজা সরস্বতী প্রমুখ।
সাংবাদিক ফারজানা আক্তার বৃষ্টি জানান, গত ৯ মার্চ নাইখান সর্দার পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সকলের আর্থিক সহযোগিতা ত্রাণ কর্মসূচি মাধ্যমে আমরা বন্ধু মহলের সদস্যদের নিয়ে মানুষের কাছ থেকেই সংগ্রহ করছি। যাতে আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি , ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে পারি। আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ, সকলেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।