মাগুরার শিশু আছিয়া সহ সারাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা অনতিবিলম্বে বন্ধে এবং জড়িতদের জনসন্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সন্দ্বীপের এনাম নাহার হাই স্কুল মোড়ে বৃহস্পতিবার,১৩ মার্চ -২০২৫ বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, ভূমিহীন সমিতি, কিশোর কিশোরী ক্লাব, সন্দ্বীপ প্রেস ক্লাব, সন্দ্বীপ অধিকার আন্দোলন ও জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার যৌথ উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদী মানববন্ধনে সভাপতিত্ব করেন ভূমিহীন সমিতি ও কমিউনিটি ফোরাম ‘র নারী নেত্রী সুনীতি রানী দাশ।
সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী, সন্দ্বীপ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আকতার, নিজেরা করি’র সন্দ্বীপ অঞ্চল প্রধান মতিয়ার রহমান, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যক্ষ কামরুল হাসান, বাংলাদেশ নারী প্রগতি সংঘ’র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার শাহেনা আকতার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বাবুল, শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ ২০১৩ সালে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমন, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আমীন, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাকিল খান, কিশোর কিশোরী ক্লাব নেত্রী ফাতেমা বেগম, নারী প্রগতি সংঘের প্রগ্রাম অর্গানাইজার সাবিনা ইয়াসমিন, কিরণ চন্দ্র দাশ, বিপ্লব কুমার গুহ, নিজেরা করি’র কর্মিসূচি সংগঠক প্রতি রাণী দেবী, জেসমিন বেগম প্রমুখ।
উপস্থিত ছিলেন সাংবাদিক ইসমাইল হোসেন মনি, রিদুয়ানুল বারী, মাহমুদুর রহমান, ইঞ্জিনিয়ার নূর মোস্তফা আলী হাসান, জাহিদুল ইসলাম শিহাব, আমিনুল ইসলাম রিয়াদ সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তরা বলেন দেশের বিভিন্ন প্রান্তে নারীদের প্রতি সহিংসতা বাড়ছে। এর মূল কারণ বিচারহীনতার সংস্কৃতি। তাই নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে অপরাধ সংঘঠিত হওয়ার ১৫ কার্য দিবসের মধ্যে জন্মসন্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে বিগত সময়ে নারী নির্যাতন ও ধর্ষণের যতগুলো মামলা মামলা রয়েছে সব ধরণের আইনি প্রতিবন্ধকতা দূর করে অবিলম্বে অপধারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানান।