মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশফেরতদের পুনর্বাসনে চট্টগ্রামের সরকারি ও বেসরকারি সংস্থাগুলো একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। বৃহস্পতিবার, ১৩ মার্চ, চট্টগ্রাম জেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এক জেলা কর্মশালায় এই অঙ্গীকার উঠে আসে। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তর ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান বলেন, “বিদেশে যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। অনেকে দক্ষতার গুরুত্ব না বুঝেই যেকোনো মূল্যে বিদেশে পাড়ি জমাতে চায়। ফলে পদে পদে প্রতারণার শিকার হতে হয়।
চট্টগ্রামে এই ধরনের ঘটনা বেশি ঘটছে। এসব সমস্যা সমাধানে সরকারি- বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি।” তিনি ব্র্যাকের এই উদ্যোগকে স্বাগত জানান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।