আজ (১৪ ই মার্চ) রোজ শুক্রবার পবিত্র মাহে রমজান উপলক্ষে নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
উক্ত দোয়া ও ইফতার মাহফিল মোঃ হুজ্জাতুল ইসলাম ও রহিম উদ্দিন রাজু এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা এস.এম ফজলুল হক ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মাহবুবুল আলম চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক, হাটহাজারী উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ হারুন উর রশিদ চেয়ারম্যান সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল।
মোঃ নুর নবী তালুকদার সাবেক সহ-সভাপতি, হাটহাজারী উপজেলা বিএনপি।
মোঃ জাকের হোসেন চেয়ারম্যান সাবেক সভাপতি, ফতেপুর ইউনিয়ন বিএনপি।
মোঃ আব্দুর রশিদ মেম্বার সাবেক আহবায়ক, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সেলিম হাসান যুগ্ম আহবায়ক, মৎস্যজীবী দল চট্টগ্রাম উত্তর জেলা। মোঃ জাহাঙ্গীর আলম মুন্সী সাবেক সভাপতি, নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবদল। মোঃ দিদারুল আলম মুন্সী সাবেক-সহ সাধারণ সম্পাদক, হাটহাজারী উপজেলা যুবদল।
উক্ত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন খায়রুন নবী সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হাটহাজারী পৌরসভা বিএনপি ও অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, মাওলানা মীর কাসেম সাবেক সাংগঠনিক সম্পাদক, হাটহাজারী উপজেলা বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এস.এম ফজলুল হক বক্তব্যের শুরুতে তিনি অত্র এলাকার যে সকল নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন তাদের নাম স্মরণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনার সহধর্মিনী গণতন্ত্র পুনরুদ্ধারে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান ও অন্যান্য নেতৃবৃন্দের জন্য দোয়া কামনা করেন।
তিনি তার বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন এবং আহত হয়েছেন তাদের জন্য তিনি দোয়া প্রার্থনা করেন।
তিনি তার বক্তব্যে অত্র এলাকার কৃতি সন্তান মোঃ রাসেল সম্পর্কে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানল থেকে রাসেল ও রেহাই পায়নি, সে গুরুতর আহত হয়েছে। আপনারা দোয়া করবেন,যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।
তিনি আরো বলেন, হাটহাজারীর কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। তিনার কাছে আমাদের দাবি ফ্যাসিস্ট হাসিনা সহ তার সরকারের আমলে যারা লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছাত্রদের হত্যা করেছে তাদের বিচার করতে হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে জনাব মাহবুবুল আলম চৌধুরী বলেন, আমরা বিগত সরকারের আমলে শান্তিতে থাকতে পারেনি এবং এমন সুন্দর ইফতারের আয়োজন করতে পারিনি।
তিনি তার বক্তব্যে জনগণকে উদ্দেশ্য করে বলেন, আমরা আগামী নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা এস.এম ফজলুল হককে ভোট দিয়ে নির্বাচিত করব কারণ তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ।