১৬ মার্চ, রবিবার, চট্টগ্রাম মহানগরের ব্রশ কয়েকটি এলাজায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। শুরুতে নগরীর মুরাদপুর এলাকায় বিভিন্ন বেকারির দোকান ও জিইসিতে বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন, চট্টগ্রাম এর সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহীদ ইশরাক। এসময় বেকারি পণ্যের গায়ে উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ও খুচরামূল্য না থাকা, জেলা প্রশাসনের ডিলিং লাইসেন্স না থাকা ও পোড়াতেল বিক্রির জন্য বোতলজাতকরণের অভিযোগে একটি বেকারি ও একটি রেস্টুরেন্টকে ২ টি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মহানগরের আতুরার ডিপো বাজারে রমজান মাসে নিত্য পণ্যের বাজার তদারকির চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, চট্টগ্রাম এর সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাদমান সহিদ এবং জনাব রুমানা আক্তার তানিয়া। অভিযান চলাকালে গরুর মাংস, সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২ টি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এদিকে বাকলিয়ার চৌধুরি মার্কেট, ইপিজেড এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), পতেঙ্গা সার্কেল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জিমরান মোহাম্মদ সায়েক। এ সময় সংশ্লিষ্ট আইনে ১ টি মামলায় অর্থদণ্ড প্রদান করা করা হয়।
বাজার মনিটরিং চলাকালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুতদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।