সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম কলেজ শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নগরীর হালিশহর নয়াবাজার তায়েফ রেস্টুরেন্টে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন সৌরভ। সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহবায়ক ইকবাল ইবনে মালেক এর সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের উপ-পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, ডা. মাহমুদ আল ফারাবী, ডা. আবু নোমান বিন আজাদ।
উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহবায়ক মমতাজুল হাসান ফরহাদ, সাবেক সভাপতি বাকের হোসাইন কাউছার, সাবেক সভাপতি মাসুদুর রহমান, আশিক ইলাহি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ সোহেল, সাবেক সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলাম, মোবারক হোসাইন, বর্তমান সাধারণ সম্পাদক এ কে এম মুসা নাঈম, কারিম, কালবী, ইয়ামিন, কাউছার, হৃদয়, শামীম, জোবায়ের, জয় মজুমদার প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের বিওডি কো-চেয়ারম্যা বাকের হোসাইন কাউছার।